পাম, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় পুলিশ এসব তথ্য জানিয়েছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে পেনসিলভেনিয়ার পাম শহরের একটি বাড়িতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়। এ সময় প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের পর পুলিশ ও দমকল বাহিনীর অন্তত ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে কয়েকটি মৃদেহ উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। এ ছাড়া বিস্ফোরণে আহত কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণে তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়াও, আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরো অন্তত দশটি বাড়ি ও ব্যক্তিগত গাড়ির।
দুর্ঘটনার পর এলাকার গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উদ্ধারকাজে দমকল বাহিনীর পাশাপাশি রেড ক্রসের সদস্যরাও কাজ করছে।
অঙ্গরাজ্যটিতে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা এখনো জানাতে পারেনি পুলিশ। এ ছাড়া, নিহতদের নাম ও বয়স প্রকাশ করেনি পাম ব্যুরো পুলিশ।