শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

পেন্টাগনে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে মার্কিন প্রতিরক্ষা প্রধানের সাক্ষাত

বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বুধবার (৩০ নভেম্বর) পেন্টাগনে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নুর সাথে সাক্ষাত করেছেন। খবর এএফপির।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, ‘সাক্ষাতকালে অস্টিন ও লিকর্নু আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা সমুন্নত রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং তারা আমাদের অভিন্ন নীতিমালা নির্দিষ্ট করার উদ্দেশ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেন।’

এতে আরো বলা হয়, ‘এ দুই নেতা ইউক্রেনকে আরো সহযোগিতা, ন্যাটো জোটকে শক্তিশালী করা ও ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়েও আলোচনা করেন।’
যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্বে রয়েছে। কিয়েভ নয় মাসেরও বেশি সময় ধরে চলা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এ যুদ্ধে ফ্রান্সের পক্ষ থেকেও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামাদি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’

এ দিকে, ফ্রান্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে লিকর্নু ও অস্টিন দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ওপর একটি ঘোষণাপত্র সই করেছেন। 

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর এক রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে এ মন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।