ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: পোল্যান্ডের কাছে তিন দশমিক ৭৫ বিলিয়ন ডলার দামের ১১৬টি আব্রামস ট্যাঙ্ক ও অন্যান্য সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ অনুমোদন দেয়া হয়। খবর এএফপির।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এ অস্ত্র বিক্রি একটি নির্ভরযোগ্য বাহিনী গড়ে তোলার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবেলার শনাক্তে সক্ষম হচ্ছে ও ন্যাটোর বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছে।’
এতে আরো বলা হয়, ‘এ প্রস্তাবিত অস্ত্র বিক্রি ন্যাটোর মিত্র একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে বৈদেশিক নীতিমালার লক্ষ্যের ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্দেশ্যের সহায়ক হবে। ন্যাটোর এ মিত্র দেশ ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতার ও অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তি।’
প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নয় মাসেরও বেশি সময় পর এমন ঘোষণা দেয়া হল।
মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার (৬ ডিসেম্বর) কংগ্রেসের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।