চট্টগ্রাম: প্রকৃতির প্রেমে মানুষ পড়বেই। প্রকৃতি ছাড়া যে মানুষ বাঁচতেই পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের এ লীলাভূমি বাংলাদেশের চট্টগ্রাম। চট্টগ্রাম সিটির সাগরিকা এলাকার সাগর পাড়ে জাইল্ল্যা পাড়া (জেলে পাড়া) পরিচিত একটি জনপ্রিয় স্থান। যেখানে জেলেদের মাছ নিয়ে আনাগোনা, মাছ ধরার ট্রলার সারি সারি। তার পাশেই গাছগাছালিতে ভরপুর ঘাসে ভরপুর একটা স্থান। যেখানে ফুটবল ক্রিকেট খেলায় মেতে উঠে ছেলেরা ভাটার সময়। সবুজ ঘাষে ভরপুর থাকায় মানুষ এখানে আসে বসে আড্ডা দেয়। সেই পরিবেশে রমজানের ইফতারের সময়টুকুও বাদ যাচ্ছে না।
শনিবার (৮ এপ্রিল) বিকালে প্রকৃতির সান্নিধ্যে এসে ভ্রমণবাজ-০৭০৯ নামে একটি গ্রুপ আয়োজন করে বসে আছে ইফতারের। ছোলা, বেগুনি, পেঁয়াজু, মালটা, তরমুজ, কলা, পানিসহ বাকি সব আয়োজন প্রকৃতির রংয়ের সাথে মিলেমিশে একাকার। যেন প্রকৃতির প্রেমে প্রকৃতির রঙ্গে মানুষের এ মিলবন্ধন পরিপূর্ণ।
প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির সাথে গড়ে তুলতে বন্ধন। তাই, ইফতারের আয়োজন করেছে খোলা আকাশের নিচে প্রকৃতির সান্নিধ্যে জানালেন ভ্রমণবাজ-০৭০৯ গ্রুপের সদস্য ফোরকান রাসেল।
তিনি বলেন, ‘প্রতি বছর রমজানে ভ্রমণবাজ এ বন্ধু-বান্ধবকে নিয়ে তারা প্রকৃতির কাছে এসে ইফতার করে প্রকৃতির ছোঁয়া পেতে। তারা ইট ও পাথরের রেস্টুরেন্টে কতই আয়োজন করে; যেখানে প্রকৃতির এ আকাশ, গাছগাছালি সব আড়ালে থেকে যায়। তাই, এ প্রকৃতির কাছাকাছি প্রতি বছর রমজানে অন্তত একটি আয়োজন করে প্রকৃতির প্রেমে সাড়া দিতে আসে তারা।’
ভ্রমণবাজ-০৭০৯ গ্রুপের সদস্যদের মধ্যে রাহাত আরিফ, আহসান শিমুল, সায়েম শাহরিয়ার, আসিফ, হাসান পারভেজ, একরাম, আহসান জনি, বাশার, মিজবাহ, এরশাদ প্রত্যেককে দেখা যায়, প্রকৃতির সাথে ছবি তুলতে ব্যস্ত। প্রত্যকেই চাই, প্রকৃতির সাথে মিশে যাক তাদের আজকের এ সুন্দর সময়টুকু, স্মৃতির পাতায় প্রকৃতির সাথে ইফতার আয়োজনের সেরা এ সময়টা হোক উপভোগ্য
মানুষের প্রকৃতির প্রতি এ ভালোবাসার বহিঃপ্রকাশ সত্যিই অসাধারণ।