সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রজ্ঞাপন সংশোধনের অযুহাত; ১৯ দিনের মাথায় ফের বাড়ল বিদ্যুতের দাম

মঙ্গলবার, জানুয়ারী ৩১, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: নির্বাহী আদেশে গ্রাহক পর্যায়ে ফের বেড়েছে বিদ্যুতের দাম, একই সাথে বাড়ানো হয়েছে পাইকারিতেও। সোমবার (৩০ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদ্যুতের এ বর্ধিত দাম বিল মাস বুধবার (১ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে। এর আগে গত ১২ জানুয়ারি নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৯ দিনের মাথায় ফের দাম বাড়ানোর বিষয়ে বিদ্যুৎ বিভাগ বলছে, ‘এটা নতুন করে বাড়ানো নয়, আগের জারিকৃত প্রজ্ঞাপনটি সংশোধন করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ (২০০৩ সনের ১৩ নম্বর আইন) এর ধারা অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে ১২ জানুয়ারি, ২০২৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন সংশোধন করে নতুন দাম নির্ধারণ করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এবার লাইফ লাইন গ্রাহকদের বিদ্যুতের দাম বেড়েছে সবচেয়ে বেশি, পাঁচ দশমিক ৪০ ভাগ। এ ছাড়াও, অন্য গ্রাহকদের গড়ে বেড়েছে পাঁচ ভাগ হারে। আর পাইকারিতে বিভিন্ন ভোল্টেজ লেভেলে ছয় দশমিক ৫৭ থেকে সাত দশমিক ৩৬ ভাগ দাম বৃদ্ধি পেয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, `আবাসিক গ্রাহকদের মধ্যে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিটপ্রতি তিন টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ১৪ পয়সা, শূন্য থেকে ৭৫ ইউনিট ব্যবহারকারীর বিদ্যুতের দাম চার টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৬২ পয়সা এবং ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ছয় টাকা এক পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৩১ পয়সা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ছয় টাকা ৩০ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৬২ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিটের জন্য ছয় টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ছয় টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য দশ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে দশ টাকা ৯৬ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ বিল ১২ টাকা ০৩ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৬৩ পয়সা করা হয়েছে।

প্রজ্ঞাপনে পাইকারি দামের বিষয়ে বলা হয়, ‘সরকার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ অনুযায়ী ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) কর্তৃক বিভিন্ন বিতরণ সংস্থা বা কোম্পানিকে সরবরাহকৃত বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।’

পাইকারি বিদ্যুতের দাম: এ দিকে, পাইকারি বিদ্যুতের দামও নির্বাহী আদেশে বাড়িয়েছে বিদ্যুৎ বিভাগ। এর আগে গত বছরের ২১ নভেম্বর পাইকারি বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। সে সময় বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিট প্রতি পাঁচ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। যা বিল মাস ডিসেম্বর থেকে কার্যকর করা হয়। দুই মাসের ব্যবধানে ফের বাড়ানো হয়েছে পাইকারি বিদ্যুতের দাম; যা বিল মাস ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে এবার এ দাম শুধু পিডিবি যাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে তাদের ক্ষেত্রে কার্যকর হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) যেসব কোম্পানির কাছে বিদ্যুৎ বিক্রি করে তাদের পাইকারি দাম এখন থেকে আলাদা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

পাইকারি বিদ্যুতের দামের প্রজ্ঞাপনে বলা হয়, ‘পাইকারিতে বিভিন্ন ভোল্টেজ লেভেলে ছয় দশমিক ৫৭ থেকে সাত দশমিক ৩৬ ভাগ দাম বাড়ানো হয়েছে।’