শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

প্রতিমন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো অসম্মানজনক ও অমর্যাদাকর

বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: ‘একজন প্রতিমন্ত্রী দ্বারা একজন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো অসম্মানজনক ও অমর্যাদাকর।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি এ কথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘শেখ হাসিনার দিল্লী সফর দেশে মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্নের উদ্রেক করেছে। ২০১৪ সালে সুজাতা সিংয়ের বাংলাদেশ সফর ১৫৩ আসনে বিনা ভোটের নির্বাচন, এরশাদের নাটকীয়তা এবং সিএমএইচে ভর্তি গণতন্ত্র হরণের নির্মম অভিজ্ঞতা। ২০২৩ সালের নির্বাচনে নতুন কোন কৌশল প্রণয়নে হাসিনা-মোদী বৈঠক হচ্ছে বলে জনমনে সন্দেহ দেখা দিয়েছে।’

বিবৃতি আহমেদ মনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে পানি আগ্রাসন ও সীমান্ত আগ্রাসনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু সমাধানের কোন এজেন্ডা আছে কি না, তা এখানো জাতি জানতে পারে নি।’

তিনি ইন্দিরা-মুজিব গোলামী চুক্তির মত কোন গোলামী চুক্তি হলে জাতি তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে বলে দৃঢ় আশা প্রকাশ করেন।

প্রেস বার্তা