বেইজিং, চীন: ২০২৩ সালে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে সাত দশমিক দুই শতাংশ করছে চীন। গত বছর এটি ছিল সাত দশমিক এক শতাংশ। দেশটির নামে মাত্র পার্লামেন্ট অধিবেশনের উদ্বোধনী দিনে রোববার (৫ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, ‘চলতি বছর চীন প্রতিরক্ষা খাতে ২২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।’
অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘গত বছরের তুলনায় এ ব্যয় সামান্য বেশি ও বার্ষিক প্রবৃদ্ধির গতির সাথে তাল মিলিয়ে এ ব্যয় ধরা হয়েছে। তবে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ শতাংশ বেড়ে গেছে।’
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাজেট চীনের। পৃথিবীর অনেক বিশ্লেষক বলছেন, ‘সরকারিভাবে ঘোষিত পরিমাণের চেয়ে বাস্তব ব্যয় আরো অনেক বেশি।’
এ দিকে, চীনের প্রতিরক্ষা ব্যয় যুক্তরাষ্ট্রের তুলনায় এখনো অনেক কম। যুক্তরাষ্ট্র চলতি বছর সামরিক খাতে ৮০০ বিলিয়ন ডলার ব্যয় করছে।
বলে রাখা ভাল, গত বছর তাইওয়ানকে ঘিরে দুইদেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্র রূপ নিয়েছিল।