ঢাকা: নিজের চিরচেনা রূপ বদলে নয়া রূপে ধরা দিতে চলেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। ক্যারিয়ারের দীর্ঘ আট বছর পর খলনায়িকা চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি।
সূত্রমতে, জাহিদ জুয়েলের পরিচালনায় ‘পিনিক’ চলচ্চিত্রে প্রথম বারের মত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চলেছেন বুবলী।
রোববার (১৫ ডিসেম্বর) এ চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী।
বুবলী প্রসঙ্গে প্রযোজক শিমুল খান বলেন, ‘বুবলীকে পর্দায় দেখার পর যে কেউ চমকে যাবেন। কারণ, এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি।’
চলচ্চিত্রটি নিয়ে শিমুল বলেন, ‘প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প ‘পিনিক’। চলচ্চিত্রটির বড় চমক হল একটি চরিত্র ছাড়া সব চরিত্রই নেগেটিভ।’
চলচ্চিত্রটির শুটিং নিয়ে পরিচালক জাহিদ জুয়েল জানান, পিনিক’র শুটিং শুরু হয় গেল নভেম্বরের দিকে। আগামী ২২ ডিসেম্বরের মধ্যে বড় অংশের শুটিং শেষ করে দেশের বাইরে গানের শুটিং করার পরিকল্পনা রয়েছে তাদের।
‘পিনিক’-এ বুবলীর সাথে জুটি বেঁধেছেন অভিনেতা আদর আজাদ। সবকিছু পরিকল্পনা মত এগোলে আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে চলচ্চিত্রটি।