সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

প্রতি বারই শেখ হাসিনা ভারতকে দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না

সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

প্রিন্ট করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: প্রতি বার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়ে এলেও নিয়ে আসতে পারেন নি কিছুই। শেখ হাসিনার এবারের সফর নিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অভিজ্ঞতা তিক্ত, হতাশার। আমরা প্রত্যেক বার আশা করেছি, এইবার হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন। কিন্তু প্রতি বার তিনি দিয়ে এসেছেন, কিন্তু কিছু নিয়ে আসেন নি।’

এ দিকে, আগামী নির্বাচনে ভোট ডাকাতি করতে সরকার ইভিএম প্রস্তুত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির আরেক নেতা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘প্রতি বার গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ফের ক্ষমতায় যাওয়ার জন্য আজকে ডাকাতি করার জন্য ইভিএম প্রস্তুত করেছে। যেহেতু তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তাই যেভাবে ইচ্ছা সেভাবে টাকা খরচ করছে। রিজার্ভ থেকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।’

অনুষ্ঠানে সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপির নেতারা।