শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

প্রথম শীতকালীন ঝড় আঘাত করল নেভাদায়

সোমবার, ডিসেম্বর ১২, ২০২২

প্রিন্ট করুন

নেভাদা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্য নেভাদায় আঘাত হেনেছে শীতকালীন ঝড়। এর প্রভাবে বন্যাও দেখা দিতে পারে বলে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া কর্তৃপক্ষের।

যুক্তরাষ্ট্রের জৌলুস শহর, আলো ঝলমলে লাস ভেগাসখ্যাত নেভাদা অঙ্গরাজ্য। পশ্চিম উপকূলের এ অঙ্গরাজ্যটিতে আঘাত হানছে প্রথম শীতকালীন ঝড়। এরই মধ্যে হালকা বৃষ্টি ও বাতাস বইছে সেখানে। কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছ।
 
ঝড়ের কারণে শনিবার (১০ ডিসেম্বর) থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তর উপকূল থেকে নেভাদার লেক তাহো পর্যন্ত মাউনটেন হাইওয়ে বন্ধ রাখা হয়েছে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে অনেক যানবাহন।
 
ঝড়ে নেভাদায় চার ফুট পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আকস্মিক বন্যার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। ঝড় মোকাবিলায় এরইমধ্যে জরুরি সাহায্যকারী সংস্থার কর্মীরা মাঠে নেমেছেন।