শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

প্রশাসনের অগোচরে চবির ক্যাম্পাসে পুষ্পা চলচ্চিত্রের ছাঁচে গাছ পাচার!

বুধবার, আগস্ট ৯, ২০২৩

প্রিন্ট করুন

হাটহাজারী, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র পুষ্পার আদলে পানিতে ভাসিয়ে গাছ পাচার হচ্ছে। ভারী বর্ষণে ক্যাম্পাসের বিভিন্ন ছরায় পানি বেড়ে যাওয়ায় একটি চক্র স্রোতের মধ্যে ছেড়ে গাছ পাচার করছে। এ ঘটনায় অন্তত অর্ধশত গাছ উদ্ধার করেছে শিক্ষার্থীরা। খবর চলমান নিউইয়র্ক.কমের।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু হল সংলগ্ন ব্রিজের নিচ থেকে শিক্ষার্থীরা গাছ উদ্ধার করে। পরে প্রক্টরিয়াল বডির কর্তাদেরখবর দিলে তারা উদ্ধার করা গাছগুলো নিজেদের জিম্মায় নেন।

গাছ উদ্ধারকারী শিক্ষার্থীদের একজন বলেন, ‘আমরা বৃষ্টিতে ফুটবল খেলে বঙ্গবন্ধু হলের সুইমিং পুলে গোসল করতে গিয়েছিলাম। আমরা মোট ২০ জন ছিলাম। গোসল করে ফেরার পথে ছরা দিয়ে অনেকগুলো কাটা গাছ ভেসে আসতে দেখি। অনেক্ষণ ধরে দাঁড়িয়ে দেখার পরও দেখি গাছ শেষ হচ্ছে না, আসতেই আছে। এমন সময় আমরা পানিতে নেমে গাছগুলো আটকাতে শুরু করি। আধাঘন্টার মধ্যে আমরা ২৩টি গাছ আটকাতে সক্ষম হই। পরে, প্রক্টরিয়াল বডির কর্তারা এসে গাছগুলো নিয়ে গেছেন।’

শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে গাছ পাচারের ঘটনা এটাই প্রথম না। ভারী বর্ষণ হলে পাহাড়ি ছরায় পানির প্রবাহ বেড়ে যায়। আর এটিকেই সুযোগ হিসেবে নেয় গাছ পাচারকারীরা। তারা আগে থেকে গাছ কেটে বৃষ্টির অপেক্ষায় থাকে। আর বৃষ্টি শুরু হলে এভাবেই পানির স্রোতে ছেড়ে দিয়ে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যায়।

এ ব্যাপারে চবির প্রক্টর নূরুল আজিম শিকদার বলেন, ‘শিক্ষার্থীদের কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাছগুলো উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তবে, এর পেছনে কে বা কারা জড়িত, সে ব্যাপারে কোন খবর পাইনি। গাছগুলো বৈধ নাকি অবৈধ, সে ব্যাপারেও আমরা জানি না। কেউ যদি গাছের মালিকানা দাবি করে, তাহলে আমরা যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেব।