শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

প্রিয় চট্টগ্রাম – বহুকাল না লেখার স্মরণে

শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩

প্রিন্ট করুন

বৃষ্টি বড়ুয়া: শারীরিকভাবে দেশের বাইরে হলেও মানসিকভাবে এখনো আমি সেখানেই পড়ে আছি! যেখানে আমি রোজ যাতায়াত করতাম, আড্ডা দিতাম, গল্প জমাতাম! যেখানকার প্রতিটা অলিগলি আমার চেনা, যেখানের একটা অচেনা পথচারীও আমার খুব আপন! আমার শিল্পকলা, ক্যাম্পাস, অলিগলি, টঙের দোকান, ঝুপড়ি, শাটল, থিয়েটার সবকিছুর মধ্যেই যেন আমি কোথাও থেকে গেছি! আটকে আছি মায়ায়!

মায়া..! হুম্মম! সাংঘাতিক এক জিনিস! এ যেন রক্তচোষা জোঁকের চেয়েও সাংঘাতিক! কিছুতেই যেন পিছু ছাড়ার পাত্র নয়, সে তুমি যেখানেই যাও না কেন!

এই মায়াই দীর্ঘশ্বাসের জন্ম দেয়! জন্ম দেয় অপেক্ষার!

প্রিয় শহর, আশা করি আবারও দেখা হবে নতুন সূর্যোদয়ের সাথে! আবারও, চায়ের কাপে আড্ডা জমানো হবে, ভালবাসা হবে, শিল্পকলায় প্রাণভরে শ্বাস নেয়া হবে, থিয়েটার হবে, গান হবে, আবারও অপেক্ষা হবে!

শুধু মনে রেখ, মনোস্তাত্বিকভাবে আমি কিন্তু তোমার কাছেই! এ মায়া ফুরাবার নয়, এ মায়া ছাড়াবার নয়! ভালবাসা গোপনে রইল!

লেখক: সংস্কৃতিকর্মী, চট্টগ্রাম, ভারতে অধ্যয়নরত।