বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

প্রেসিডেন্ট নির্বাচনের আগে চরমপন্থি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র

শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘অভ্যন্তরীণ চরমপন্থিদের’ হামলার হুমকি রয়েছে জানিয়ে শঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হোমল্যান্ড সিকিউরিটি দফতরের বার্ষিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। খবর এনডিটিভির।

২০২০ সালের ৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের শত শত চরমপন্থিকে বিচারের আওতায় আনার পরও হোমল্যান্ড সিকিউরিটি এই আশঙ্কার কথা জানিয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে সহিংস উগ্রপন্থিদের হুমকি বেশি রয়েছে।

এতে আরও বলা হয়, ‘আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভ্যন্তরীণ সহিংস চরমপন্থিদের থেকে হুমকি রয়েছে। তবে, তাদের সাথে আন্তর্জাতিক কোন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্ক নেই। যদিও, তারা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী থেকে কিছুটা অনুপ্রাণিত হয়।’

বার্ষিক প্রতিবেদনে হোমল্যান্ড সিকিউরিটি আরো জানায়, উভয় গোষ্ঠী ‘ষড়যন্ত্র তত্ত্বে অনুপ্রাণিত’।

জাতিগত, ধর্মীয় এবং সরকারবিরোধী মতাদর্শ অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করা হয় বলেও প্রতিবেদনে বলা হয়।

গেল দুই বছরে যুক্তরাষ্ট্রে চরমপন্থিদের হামলা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের সময় চরমপন্থিরা ‘নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে’ বলে প্রতিবেদনে বলা হয়েছে। এই অবস্থায় দেশটির সরকারি কর্মকর্তা, ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য সহিংসতা বা হুমকির বিষয়ে সতর্ক করা হয়েছে।