রবিবার, ১০ নভেম্বর ২০২৪

শিরোনাম

ফিলিস্তিনের প্রতি সংহতি, ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন বার্সেলোনার

শুক্রবার, ফেব্রুয়ারী ১০, ২০২৩

প্রিন্ট করুন
বার্সেলোনার মেয়র আদা কোলাউ

বার্সেলোনা, কাতালান, স্পেন: ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল সরকারের নীতির কারণে সাময়িকভাবে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের কাতালানের রাজধানী বার্সেলোনা। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিষয়টি জানিয়ে একটি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বার্সেলোনার মেয়র আদা কোলাউ। খবর আল জাজিরার।

তেল আবিব ও গাজার সাথে বার্সেলোনার সম্পর্ক প্রায় ২৫ বছর পুরনো। তবে এ সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান আগের চেয়ে বেড়েছে। বিশেষ করে গত বছরের শেষ দিকে কট্টর ডানপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের ক্ষমতায় আসার পর পশ্চিমতীরে সংঘাত আরো বেড়েছে।

বার্সেলোনার মেয়র আদা কোলাউ বুধবার (৮ ফেব্রুয়ারি) বলেছেন, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ইসরাইল যত দিন না পর্যন্ত ফিলিস্তিনিদের মানবাধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন বন্ধ না করবে, তত দিন এ সম্পর্ক ছিন্ন থাকবে।’

আদা কোলাউ বলেন, ‘ইসরাইল ও দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

বার্সেলোনার মেয়র জোর দিয়ে বলেন, ‘এ বয়কট মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করা ইসরাইল বা ফিলিস্তিনি জনগণের ওপর কার্যকর হবে না।’

১০০টি গোষ্ঠী ও চার হাজারের বেশি নাগরিক ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করার আহবান জানানোর পর বার্সেলোনার সিটি কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেছেন মেয়র।

এ দিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও স্পেনে ইহুদি সম্প্রদায়ের জোট বার্সেলোনা সিটির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।