ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের দুই স্থানে পৃথক বন্দুক হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন ডিসির মেট্রোস্টেশনে গোলাগুলিতে একজন নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া শিকাগোয় আলাদা ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আরো একজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী। খবর সিএনএনের।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওয়াশিংটনের স্টেশনে হঠাৎই গোলাগুলির শব্দ পাওয়া যায়। এ সময় আতঙ্কে স্টেশনের যাত্রীরা ছোটাছুটি শুরু করলে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর কিছুক্ষণ পরই স্টেশনের প্ল্যাটফর্মের মেঝেতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় হামলাকারীর। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ওই পুলিশ কর্মকর্তাকেও।
এ দিকে, শিকাগোয় অপর এক গুলির ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন এক নারীও।
পুলিশ জানায়, দুই ব্যক্তি নিজেদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে একজন আরেকজনের মাথায় গুলি চালালে ঘটনাস্থলেই তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বন্দুকধারী। তাকে ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।