শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাসনা বাইডেনের

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

প্রিন্ট করুন
জো বাইডেন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: আগামী ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় যখন দেশটির সাধারণ নাগরিকরা, সে সময় এমন ঘোষণা দিলেন তিনি। খবর এএফপির।

বুধবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে ফের নির্বাচনী যুদ্ধে নামার ইচ্ছার কথা জানিয়েছেন বাইডেন।

তবে বাইডেন এ সময় জানান, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে আগামী বছরের শুরুর দিকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন তিনি। স্ত্রী জিল বাইডেনের মতামতকে ইঙ্গিত করে ডেমোক্রেটিক এ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের ইচ্ছা হল নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করা।’

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন বাইডেন। এ সময় তিনি বলেন, তার দল ডেমোক্রেটিক পার্টি ধারণার চেয়ে বেশি ভাল করেছে।

এ সময় বাইডেন আরো বলেন, ‘অনেকেই বলেছিল, এবারের মধ্যবর্তী নির্বাচনে দেশজুড়ে রিপাবলিকানদের ‘ঢেউ’ বয়ে যাবে। কিন্তু তেমন কিছু হয় নি। ডেমোক্রেটিক পার্টি প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারে নি। এ নির্বাচনের ফল যা-ই হোক না কেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে তার।

এ দিকে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ফের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে ঘোষণা দিতে পারেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে আসতে পারে এমন ঘোষণা।

তবে বাইডেন বলেন, ‘আগামী নির্বাচলে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোন তাড়া নেই। আগামী বছরের শুরুর দিকে আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’