সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ফ্লোরিডার পামবীচে সমাবেশ করলেন বাংলাদেশী আমেরিকানরা

মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩

প্রিন্ট করুন

পামবীচ, ফ্লোরিডা: যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান লুইস ফ্র্যাঙ্কেল বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থা, এমনকি ফ্লোরিডা রাজ্যের রাজনীতি, প্রশাসন, মানবাধিকার নিয়ে যে হরিবল অবস্থা চলছে, সেখানে যদি আমরা বাংলাদেশের সরকার কিংবা নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করি, সেটা কি ভন্ডামি নয়?’

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ফ্লোরিডার পামবীচে বাংলাদেশী আমেরিকানদের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডেমক্র্যাটিক পার্টির প্রবীণ এই নেতা আরো বলেন, ‘এরমধ্যেই ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সাথে আমার কথা হয়েছে। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও ১৩ লাখের মত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় প্রদান, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং আইনের শাসনের ক্ষেত্রে গৃহিত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার কথা জেনেছি বিস্তারিতভাবে। আমি ক্যাপিটল হিলে ফিরে গিয়ে সহকর্মীদের সাথে ফের কথা বলব- বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে ব্যাহত না হয়, তেমন যে কোন পরিস্থিতির ওপর নজর রাখতে।’

লুইস ফ্র্যাঙ্কেল বলেন, ‘আমরা যারা ডেমক্র্যাট, তারা আমেরিকান মূল্যবোধে বিশ্বাস করি ও সেভাবেই সবকিছু করার চেষ্টায় থাকি। কিন্তু, অন্যরা গেল নির্বাচনে কি করেছে? ব্যালট ব্যবস্থাকে মুছে ফেলতে কী ধরনের জঘন্য ষড়যন্ত্র চালিয়েছে- তা ভুলে গেলে চলবে?’

বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাব ও বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি অব ফ্লোরিডার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে পামবীচ কাউন্টি ডেমক্র্যাটিক পার্টির চেয়ারম্যান মিন্ডি কোচ, সদ্যবিদায়ী চেয়ারম্যান টেরি রিজ্জোও বক্তৃতা করেন।

তারা বাংলাদেশী আমেরিকানদের প্রশংসা করেন ও বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে করণীয় সবকিছু তারা করবেন বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের রাজনীতিক ও নীতি-নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম ফজলুর রহমান বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের কর্মকর্তা জুনায়েদ আকতার ও হাসান জাহাঙ্গিরও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার বিবরণী উপস্থাপন করেন ও সামনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ইতিমধ্যেই নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠনের কথাও জানান সকলকে।

সমাবেশে বক্তৃতা করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি নান্নু আহমেদ ও সাধারণ সম্পাদক মুজিবউদ্দিন, আসিফ কাজী, ইমতিয়াজ হাসান। উপস্থিত ছিলেন লিটন খান, ওসমান অপু, রানা খান, শেখ বাবুল, সাজ্জাদুর রহমান, ইফতেখার চৌধুরী, তৌহিদুল ইসলাম, মিম খান, জামি খান, আনোয়ার খান দ্বিপু, আনোয়ার হোসেন সেন্টু, মোজাম্মেল হক, তৌফিক বিন্তে খান, বুলবুল চৌধুরী, কামাল ভূইয়া, মিয়া মাসুদ, রায়হান, সামিরা জাহাঙ্গির, সালমা রহমান মিনু. জাহাঙ্গির সরদার, আমিনুল ইসলাম বাবু, রুবি, আয়েশা সিকদার, সুইটি শিকদার, জাকির হোসেন বাবু, শিপ্লা বাবু, বিথি চৌধুরী।