রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বঙ্গভবন অভিমুখে পদযাত্রা কোটা আন্দোলনকারীদের

রবিবার, জুলাই ১৪, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রোববার (১৪ জুলাই) গণভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীদের এ পদযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে অবস্থান করছিল। তারা মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব হয়ে বঙ্গভবনের সামনে যাবেন। এরপর সেখানে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেবেন।

এর পূর্বে রোববার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শিক্ষার্থীদের এ পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও কর্মসূচি শুরু হয় দুপুর ১২টায়। সেখানে এসে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, সাত কলেজসহ ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

দুপুর ১২টার দিকে মিছিলসহ পদযাত্রা বের করেন কোটা সংস্কার চাওয়া শিক্ষার্থীরা। তাদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘সংসদে আইন কর, কোটা সমস্যা দূর কর’ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

পূর্বের দিন শনিবার (১৩ জুলাই) কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, ‘আমাদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলছে। সেটির পাশাপাশি এ কর্মসূচিটি রোববার (১৪ জুলাই) সকাল ১১টায় এ কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হবে।

‘এ কর্মসূচিতে অংশগ্রহণ করবে ঢাবিসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।’

তিনি আরো বলেছিলেন, ‘অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে।’