শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের পরিরিতি সভা

মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর আয়োজিত পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠান রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় সিটির শেখ মুজিব রোডস্থ ভান্ডার মার্কেটে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আবদুর রহিম।

উদ্বোধন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। প্রধান বক্তা ছিলেন জোটের সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল।

স্বাগত বক্তব্য দেন জোটের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, সংগীত শিল্পী কল্পনা লালা ও সনজিত আচার্য। সঞ্চালনা করেন আবছার উদ্দিন অলি।

এতে বক্তারা বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সত্য ন্যায়ের পথে থাকা একজন মহীয়সী নারী। তিনি ছিলেন আমাদের অন্তহীন প্রেরণার উৎস। মহীয়সী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা, বাঙালির চিত্তে চিরভাস্কর বঙ্গমাতা।’

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

প্রেস বার্তা