রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৫৪ লাখেরও বেশি মানুষ

শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪

প্রিন্ট করুন

ফেনী: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনী জেলায় গেল ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

বন্যাকবলিত ১১ জেলার মধ্যে কুমিল্লায় ১৪ জন, চট্টগ্রামে ছয়জন, ফেনীতে ১৯ জন, নোয়াখালীতে আটজন, কক্সবাজারে তিনজন এবং ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন। অন্য দিকে, মৌলভীবাজার জেলায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

এছাড়া, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারসহ ১১টি জেলার ৬৪ উপজেলায় দশ লাখ নয় হাজার ৫২২টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

তাছাড়াও, ১১টি জেলার ৪৮৬টি পৌরসভা বা ইউনিয়নে আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।

এরই মধ্যে তিন হাজার ২৬৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন চার লাখ ৬৯ হাজার ৬৮৭ জন। আশ্রয় পেয়েছে ৩৮ হাজার ১৯২টি গৃহপালিত পশুও।

এ পর্যন্ত চার কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ, ২০ হাজার ৬৫০ টন চাল, ১৫ হাজার পিস শুকনো খাদ্য বা অন্যান্য খাদ্য এবং শিশু খাদ্য ও গো-খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে ৩৫ লাখ টাকা।

এছাড়াও, বন্যার্তদের চিকিৎসা দিতে কাজ করছে ৫৬৭টি মেডিকেল টিম।