ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র বলেছে, ‘তারা বাংলাদেশের জনগণের ‘আকাঙ্ক্ষা’র সম্পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় ও দেশটি ধারাবাহিকভাবে সেই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি বলেন, ‘আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তাকে সমর্থন করি। এ বিষয়ে কিছুই বদলায়নি।’
তিনি বলেন, ‘আমরা অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সমর্থন করি।’
আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ও নির্বাচন কমিশন সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।