নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশি হাফেজ নাজমুস সাকিবের ইমামতিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যাকডোনাল্ড এভিনিউ, ব্রুকলিনে বাইতুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের এ জামাত অনুষ্ঠিত হয়।
গেল ৫ মার্চ বিশ্বজয়ী নাজমুস সাকিব বেশ কয়েকটি কোরআনিক প্রোগ্রামে অংশ নিতে ও রমজানে তারাবির নামাজে ইমামতি করতে যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছালে প্রবাসী মুসলমানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নাজমুস সাকিব যুক্তরাষ্ট্রের প্রায় দেড় মাস অবস্থান করলেন। এ সময় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করাসহ রমজানে তারাবির ইমামতিও করেন বলে তিনি জানিয়েছেন।
এর আগে তিনি যুক্তরাজ্যে দুই বছর তারাবির নামাজ পড়িয়েছেন। আগামি সপ্তাহে তিনি দেশে ফেরার কথা রয়েছে।