শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি

মঙ্গলবার, জানুয়ারী ৯, ২০২৪

প্রিন্ট করুন
ম্যাথিউ মিলার

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রোববারের (৭ জানুয়ারি) নির্বাচন যে ‘অবাধ বা সুষ্ঠু ছিল না’ তা যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সাথে অভিন্ন মত পোষণ করে ও তারা দুঃখিত যে, সব দল এতে অংশ নেয়নি।

সোমবার (৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেফতার ও নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে।’

ম্যাথিউ মিলার আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র দেখেছে- ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন জিতেছে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে অবাধ, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিতে, বাংলাদেশে মানবাধিকার ও সুশীল সমাজের সমর্থনে, জনগণের সাথে জনগণের এবং অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করতে বাংলাদেশের সাথে অংশীদারিত্বে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র নির্বাচনের দিন ও এর পূর্বের মাসগুলোতে সংঘটিত সহিংসতার নিন্দা জানায়।’

মিলার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার প্রতিবেদন বিশ্বাসযোগ্যভাবে তদন্ত ও অপরাধীদের জবাবদিহি করতে উৎসাহিত করি। আমরা সব রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার করার আহ্বান জানাই।’