কাবুল, আফগানিস্তান: দলের সেরা স্পিনার রশিদ খানকে নিয়েই বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ডাক পেয়েছেন এক ঝাক নতুন মুখ। শনিবার (১৭ জুন) শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল রশিদকে। আগামী ৫ জুলাই থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।
শ্রীলংকা বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার নূর আহমাদ। সর্বশেষ বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে প্রথম বারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইজহারুল হক নাভিদ। এছাড়া, নতুন মুখ হিসেবে আরো আছেন শহিদুল্লাহ, জিয়া-উর-রহমান, ওয়াফাদার মোমান্দ, মোহাম্মদ সেলিম ও সাঈদ শিরজাদ।
ওয়ানডে বিশ্বকাপ ও ভবিষ্যতের কথা মাথায় মূল দলের সাথে দশ জনের রিজার্ভ তালিকায় রাখা হয়েছে করিম জানাত, গুলবাদিন নাইব, নাভিন উল হক ও দারউইশ রাসুলিদের মত তারকাদের।
সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে ৫৪৬ রানের বড় ব্যবধানে হেরেছে আফগানিস্তান। ঈদুল আজহার পর ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ফের বাংলাদেশ সফরে আসবে আফগানরা। আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর সিলেটের মাটিতে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। টি-২০ সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪ ও ১৬ জুলাই।
বাংলাদেশ সফরে আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইব্রাহিম আলিখিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আব্দুল রহমান, শহীদুল্লাহ, জিয়া উর রেহমান, ওয়াফাদার মোমান্দ, মোহাম্মদ সেলিম ও সাঈদ শিরজাদ।
রিজার্ভ: করিম জানাত, জুুবাইদ আকবারী, কায়েস আহমাদ, ইহসানুল্লাহ জানাত, গুলবাদিন নাইব, শরাফুদ্দিন আশরাফ, নাভিন-উল হক, ফরিদ মালিক, দারউইশ রাসুলি ও ইসহাক রাহিমি।