বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়

শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪

প্রিন্ট করুন
নরেন্দ্র মোদি

নয়াদিল্লী, ভারত: বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষত হিন্দু ও অন্যান্য অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের ১৪০ কোটি জনগণ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভাষণে এ মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ছিল ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এ দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীন হয় ভারত। এ দিন সকালে রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদি।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি বলেছেন, ‘প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশে যা হয়েছে; তা নিয়ে উদ্বেগের বিষয়টা আমি বুঝি।’

‘আমি আশা করব দ্রুত সেখানে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেছেন, ‘১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ ও শান্তি বজায় থাকুক। শান্তির ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ।’

‘ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভ কামনাই থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে।’ যোগ করেন মোদি।

বস্তুত গেল ৫ আগস্টের পর এ প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন নরেন্দ মোদী।