শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশে করোনার টিকা প্রদান বিশ্বে সর্ব্বোচ্চ

বুধবার, নভেম্বর ৯, ২০২২

প্রিন্ট করুন

নারায়ণগঞ্জ: আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, ‘আমেরিকা ১০০ মিলিয়ন করোনার টিকা প্রদান উদযাপন করছে; যা নি:সন্দেহে অত্যন্ত আনন্দের ব্যাপার। বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে; যা বিশ্বে সর্বোচ্চ।’

বুধবার (৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটির বঙ্গবন্ধু সড়কের চাষাড়া প্রান্তে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার এএফএম মুশিউর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ডাটা দেখে আমেরিকার রাষ্ট্রদূত বললেন যে, ঢাকা থেকেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বেশ এগিয়ে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ইপিআই কর্মসূচীতে আমরা সব সময় এগিয়ে।’

তিনি আরো বলেন, ‘আমরা বড়দের শত ভাগ করোনার টিকা দিয়েছি। এখন ছোটদের টিকা দেয়া চলছে। বাচ্চাদেরও শত ভাগ টার্গেটের কাছাকাছি আছি। যারা এখনো দেয় নি যেমন পথশিশু অথবা কিছু কিছু কারণে যেগুলো মিস হয়ে গেছে, সেগুলো খুঁজে খুুঁজে আমরা দিয়ে দেব। শুধু সিটি করপোরেশন এলাকার লোকজন না, সিটির বাইরের লোকজনও এখানে এসে টিকা নিচ্ছে। আমরা কাউকে না করছি না। সবাইকে টিকা দিচ্ছি।’

ইউএসএআইডির অর্থায়নে ও নাসিকের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।