শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে চট্টগ্রামে নাট্য প্রদর্শনী সম্পন্ন

শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: নোংরা, পঁচা, বাসি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাদ্য পণ্য, ভেজাল ও ক্যামিক্যাল মিশ্রিত খাদ্য পরিহারের জন্য জনসচেতনতা সৃষ্টিতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ চট্টগ্রাম জেলার উদ্যোগে নগরীর সিআরবির সিরিশতলা মুক্তমঞ্চে আয়োজন করে সচেতনতামূলক পথনাটক কর্মসূচি।

মুক্তমঞ্চে সন্ধ্যা সাতটায় থিয়েটার ইউনিট: নাট্যাঙ্গণ উৎস পরিবেশন করে দিগার মো. কৌশিক রচিত ও সুমন সরকার নির্দেশিত নাটক ‘নিরাপদ খাদ্য’। নাট্য প্রদর্শনীর পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিখি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মনীষা মহাজন।

মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘শেখ মুজিবর রহমানের স্বপ্ন ছিল দেশের সব মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকার জনগণের নিরাপাদ খাদ্য অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। জনগণকে এ ব্যাপারে সচেতন হয়ে নিরাপদ খাদ্যের পাঁচটি উপায় মেনে চলতে হবে।’

মনীষা মহাজন বলেন, ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ খাদ্য মন্ত্রণালয়ের কঠোর নজরদারীতে ফরমালিন মিশ্রিত ও ভেজাল খাবার রাখার সুযোগ নেই। এ আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করতে জনগণকেও সচেতন হতে হবে ও সহযোগিতা করতে হবে।’

নাটক শেষে অতিথিরা নাট্যশিল্পীদের ফুলের শুভেচ্ছা জানান।