নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বর্তমান সাধারণ সম্পাদক ও রুহুল-জাহিদ প্যানেলের সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী।
সামাজিক কার্যক্রম ও সেবার গুণে ভোটাররা রুহুল-জাহিদ প্যানেলকে জয়ী করবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা কখনো নিজেদের স্বার্থে কিছু করিনি। সব সময় প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকি। আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা তাদের আস্থার মর্যাদা দিতে প্রস্তুত।’
রুহুল আমিন বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে এ সোসাইটিতে সেবা দিয়ে আসছি। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি, আমরা কতটা দায়বদ্ধ। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের মানুষজন জানেন, প্রবাসীদের চিকিৎসা, বিভিন্ন সহায্য সহযোগীতা ও কমিউনিটির কল্যাণে আমরা কতটুকু দায়বদ্ধ।’
তিনি বলেন, ‘ভোটার সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। গেল বারের নির্বাচনেও ভোটারদের নিয়ে বহু কথা হয়েছিল, আমরা সেসবে কোন গুরুত্ব দেইনি। আমরা জানি, আমাদের ভোটার সংখ্যা কত। আমি আশা করি, যারা সচেতন ভোটার, তারা এসব বিভ্রান্তিতে পড়বেন না।’
এবার নির্বাচিত হলে সামনে ফের নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের উত্তরে রুহুল আমিন বলেন, ‘আমার এ বছরও নির্বাচন করার কোন ইচ্ছে ছিল না। কিন্তু, আমার সহযোগী ও শুভাকাঙ্ক্ষীদের চাওয়া আমি ফেলতে পারিনি। আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। এবার নির্বাচিত হলে তা বাস্তবায়ন করতে চাই। ভবিষ্যতে আর নির্বাচনে অংশগ্রহণে আমার কোন ইচ্ছে নেই।’
সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে থেকে অতীতের মত কাজ করে যাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।