শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলালিংকের সাথে চুক্তি করল আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল

শুক্রবার, আগস্ট ১২, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলালিংক ও চট্টগ্রামের স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির অধীনে বাংলালিংক সিপিডিএল কর্মকর্তাদের করপোরেট সংযোগ, ডেটা সংযোগ, বিশেষ মিক্সড বান্ডেল ও অন্যান্য আইসিটি সেবা দেবে।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং সিপিডিএলের চিফ অপারেটিং অফিসার মো. খাইরুজ্জামান জোয়ারদার চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব এন্টারপ্রাইজ বিজনেস (চট্টগ্রাম) সৈয়দ সালাহউদ্দীন ইসরার, কর্পোরেট গ্রুপ ম্যানেজার সৈয়দ মিনহাজ হোসেন, কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মনিরুল হক, সিপিডিএলের চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় চৌধুরী ও ডেপুটি ম্যানেজার (লজিস্টিক ম্যানেজমেন্ট) মো. নিজাম উদ্দীন।

রুবাইয়াত এ তানজিন বলেন, ‘আমরা সম্প্রতি দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। চট্টগ্রাম ও দেশের অন্যান্য এলাকায় বাংলালিংকের দ্রুততম ফোর জি নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। ২০২২ এর দ্বিতীয় প্রান্তিকে দেশজুড়ে আমাদের ফোর জি সাইটের সংখ্যা ১২ হাজার ৭০০-তে পৌঁছেছে। বর্ধিত কাভারেজের সুবিধা ছাড়াও সিপিডিএল কর্মকর্তারা আমাদের বিশেষ মিক্সড বান্ডেল ও আইসিটি সেবা থেকে উপকৃত হবেন।’

মো. খাইরুজ্জামান জোয়ারদার বলেন, ‘বাংলালিংকের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। দ্রুততম ফোর জি নেটওয়ার্ক, বিশেষ মিক্সড বান্ডেল অফার ও মানসম্মত ডিজিটাল সেবার জন্য বাংলালিংক বহু গ্রাহকের কাছে পছন্দের ডিজিটাল সেবার প্রতিষ্ঠান। এ চুক্তির মাধ্যমে আমরা তাদের ডিজিটাল সুবিধাগুলি থেকে উপকৃত হব।’