মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

শিরোনাম

বাংলালিংক আনল ‘মাইবিএল’ স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’

মঙ্গলবার, জুন ৬, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এনেচে ‘মাইবিএল স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’। স্বাধীন মিউজিক লিমিটেডের সহযোগিতায় আর্টসেলের সাথে এ ক্যাম্পেইন শুরু করেছে বাংলালিংক। মাইবিএল ব্যবহারকারীরা এতে অংশ নিয়ে আর্টসেল সদস্যদের সাথে দেখা করার পাশাপাশি আর্টসেলের প্রাইভেট লাইভ শো-তে অংশগ্রহণ ও আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের জন্য মাইবিএলের ব্যবহারকারীদের অ্যাপটির মিউজিক সার্ভিসে সাবস্ক্রাইব করে আগামী ২৫ জুন পর্যন্ত মিউজিক ও পডকাস্ট স্ট্রিমিং করতে হবে। স্ট্রিমিংয়ের মোট সময়ের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের সেরা স্ট্রিমার আর্টসেলের সদস্যদের সাথে সরাসরি দেখা করার সুযোগ পাবেন। এছাড়া, প্রথম ১৫ জন স্ট্রিমার আর্টসেলের একটি লাইভ শো-তে অংশ নেয়ার সুযোগের পাশাপাশি পাবেন আকর্ষণীয় পুরস্কার। ক্যাম্পেইনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে- https://www.banglalink.net/en/digital-services/apps/music-on-the-mybl-app

বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর মোহিত কাপুর বলেন, ‘ডিজিটাল অপারেটর হিসেবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মানোন্নয়ন করা। মাইবিএল ব্যবহারকারীরা এখন এক লাখের বেশি ভাল মানের বাংলা গান ও এক হাজারের বেশি পডকাস্ট পর্ব উপভোগ করতে পারবেন। একই সাথে এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা তাদের প্রিয় আর্টসেল রকস্টারদের সাথে দেখা করার সুযোগ পাবেন।’

আর্টসেলের সহ-প্রতিষ্ঠাতা জর্জ লিংকন ডি’কস্তা বলেন, ‘বাংলাদেশে মাইবিএলের এ নতুন ধরনের মিউজিক ক্যাম্পেইনের অংশ হতে পেরে আর্টসেল আনন্দিত। আমরা সারা দেশের সঙ্গীতপ্রেমী ও আমাদের ফ্যানদের ‘মাইবিএল স্ট্রিম অ্যান্ড উইন ক্যাম্পেইন’ এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিজয়ীদের সাথে অসাধারণ সময় কাটাতে আমরা আগ্রহের সাথে অপেক্ষা করছি।’

বাংলালিংক নতুন ও উন্নত সুবিধা আনার মাধ্যমে গ্রাহক সেবার অভিজ্ঞতা আরো উপভোগ্য করতে প্রতিজ্ঞাবদ্ধ।