সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বাইডেন-ট্রাম্প বিতর্কের শ্রোতা ২০২০ সাল থেকে ব্যাপক কমেছে

শনিবার, জুন ২৯, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্কটি বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় সব চ্যানেলে ৪৭ দশমিক নয় মিলিয়ন দর্শক আকর্ষণ করেছে, যা ২০২০ সালের চেয়ে ব্যাপক কম। সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএন এ বিতর্কের আয়োজন করে এবং এর দুইজন বিখ্যাত সাংবাদিক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর এ দুই প্রার্থীর প্রথম বারের উপস্থাপিত বিকর্ত ৭৩ দশমিক এক মিলিয়ন দর্শক দেখেছে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কটি ৬৩ মিলিয়ন দর্শক প্রত্যক্ষ করেছে।

এ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক হ্রাস পাওয়া সত্ত্বেও বৃহস্পতিবারের (২৭ জুন) লাইভ সম্প্রচারের দর্শক ছিল ক্রীড়া ইভেন্টের বাইরে যুক্তরাষ্ট্রে এ বছর সবচেয়ে বেশি দর্শক আকর্ষণীয় ইভেন্ট।

ভিউয়ার রেটিং এজেন্সি নিলসেন শ্রোতাদের সংখ্যা সিএনএনের গণনার চেয়ে এক ধাপ বেশি, তাদের হিসাবে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক জুড়ে এ দর্শক সংখ্যা ৫১ দশমিক তিন মিলিয়ন।

বিতর্কের হোস্ট হিসাবে, সিএনএন এটিকে অন্যান্য চ্যানেলে সম্প্রচার করার প্রস্তাব দেয়, সিএনএনের প্রতিদ্বন্দ্বী ফক্স নিউজসহ সব বড় মার্কিন স্টেশনগুলো এটি সম্প্রচারে সম্মত হয়।

চ্যানেলের নিজস্ব পরিসংখ্যান অনুসারে, ফক্স নিউজের নয় মিলিয়নেরও বেশি দর্শক সিএনএনে টিউন করেছেন।