পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ পয়েন্টে তেঁতুলিয়া নদীতে কালাইয়া বন্দর নৌ-পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করেছে।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে চালানো এ অভিযানে দশ হাজার মিটার কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ে ফেলা হয়েছে। তবে, এ সময় কোন জেলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নৌ-পুলিশ সূত্র জানায়, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মার্চ ও এপ্রিল দুই মাস তেঁতুলিয়ার নদীর অভয়াশ্রম ১০০ কিলোমিটারের মধ্যে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে নদীতে জাল পেতে মাছ শিকার করে।
কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।