শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

বাড়ল বিদ্যুতের মূল্য

বৃহস্পতিবার, জানুয়ারী ১২, ২০২৩

প্রিন্ট করুন

ঢাকা: খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য প্রতি ইউনিটে ১৯ পয়সা বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণ মাধ্যমকে বিদ্যুতের এ দাম সমন্বয়ের কথা জানান।

তিনি বলেন,‘ চলতি মাস থেকেই বিদ্যুতের নতুন শুল্ক কার্যকর হবে এবং যারা পোস্ট-পেইড মিটার ব্যবহার করেন- তাদেরকে ফেব্রুয়ারি থেকে এ দাম পরিশোধ করতে হবে।’

প্রি-পেইড মিটার ব্যবহারকারীদের এ মাস থেকেই নতুন দাম দিতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এ দাম নির্বাহী আদেশে কার্যকর হবে।
গ্রাহকদের এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহের বিদ্যুতের দাম জানিয়ে দেয়া হবে যে- সমন্বিত দাম বাড়ছে নাকি কমছে।’

নসরুল হামিদ বলেন, ‘গ্রাহক পর্যায়ে নতুন দামে বিদ্যুৎ কিনতে হবে।’