শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

বার্ষিক ফান্ড রাইজিং ও স্পেশাল ডিনার সারল বাসমাহ

শনিবার, ডিসেম্বর ১০, ২০২২

প্রিন্ট করুন

ডেস্ক রিপোর্ট: সংকটের শুরু থেকেই অসহায় রোহিঙ্গাদের পাশে ছিল দ্বাতব্য সংস্থা ‘বাসমাহ’। তারই ধারাবাহিকতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে সংস্থাটির বার্ষিক ফান্ড রাইজিং- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

২ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে এ ফান্ডরাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন শায়েখ ইয়াসির কাজী। 

বক্তব্য দেন শায়েখ হাসান আলী, শায়েখ শাফায়াত মোহাম্মদ, মাওলানা রোশান আলী, মুফতি ইজহার খান, কারি মোহাম্মদ জাহিদ, মুফতি সুলতান মাহমুদ, রেহানা মির্জা ও ইমাম রেদওয়ান বাইতেহ। 

এক বার্তায় বাসমাহ’র প্রধান মীর হোসাইন বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আরো বেশি সহযোগিতা দরকার। আশা করি, সবাই এ বিষয়ে আন্তরিকভাবে এগিয়ে আসবে।’

অনুষ্ঠান শেষে আগত অতিথি, ওলামায়ে কেরাম ও বিশিষ্টজনদের সম্মানে ডিনারের আয়োজন করা হয়।