বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বালিতে শি-বাইডেন বৈঠক সোমবার

সোমবার, নভেম্বর ১৪, ২০২২

প্রিন্ট করুন

নুসাদুয়া, ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার বালিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সোমবার (১৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি এ দুই দেশের মধ্যকার সম্পর্কের বৈরিতা কমানোর চেষ্টা করবেন বলে জানা গেছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি ২০এর নেতারা বালিতে মহামারি করোনাভাইরাস পরবর্তী তাদের প্রথম শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। খবর এএফপির।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলমান মার্কিন নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বেইজিং আরো শক্তিশালী ও আরো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রেক্ষাপটে গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অনেক বেড়েছে।

সোমবারের (১৪ নভেম্বর) এ বৈঠকের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাদের এ আলোচনার সর্বোচ্চ লক্ষ্য দুই দেশের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব কমিয়ে তাকে আরো সুস্থ করে তোলা এবং এ ক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূরের চেষ্টা করা।

তিনি বলেন, ‘আমাদের মধ্যকার প্রতিযোগিতা যাতে কোনভাবে সংঘাতে মোড় না নেয়, তা নিশ্চিত করতে আমরা সবকিছু করার চেষ্টা করব।’

উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় চীনের মিত্র এ দেশের লাগাম টেনে ধরতে বৈঠকে বাইডেন বেইজিংকে চাপ দেবে বলেও ধারণা করা হচ্ছে।