বাগেরহাট: বাগেরহাটের মোংলায় বাসায় একা পেয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কল্লোল বৈরাগী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে আসামী কল্লোলকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার দ্বিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত কল্লোল বৈরাগী খুলনা জেলার দাকোপ থানার দোপাদী গ্রামের কালু বৈরাগীর ছেলে।
পুলিশ জানায়, কালিগঞ্জের রঘিনাথপুর এলাকার এক তরুণী মোংলা ইপিজেডে গার্মেন্টসে কাজ করেন। তিনি কাজ করার সুবাধে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। একই বাড়িতে ভাড়া থাকতেন কল্লোল বৈরাগীও। বেশ কিছু দিন ধরে কল্লোল তাকে কু-প্রস্তাপ দিয়ে আসছিল। এতে তিনি রাজি না হওয়ায় রোববার রাত ৮টার দিকে ওই তরুণীকে বাসায় একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন কল্লোল।
পরে ওই তরুণীর চিৎকারে পাশের লোকজন আসলে দৌড়ে পালিয়ে যায় কল্লোল বৈরাগী।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে রোববার রাতে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে কল্লোল বৈরাগীকে রাতেই আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে কল্লোল বৈরাগীকে আটক করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলজাহতে পাঠানো হয়েছে।