শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

বিএনপির সমাবেশে গুলি করে কর্মী হত্যার নিন্দা ও প্রতিবাদ সিপিবির

শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

প্রিন্ট করুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপির শোভাযাত্রায় পুলিশ গুলি করে শাওন নামের এক যুবদল কর্মীকে হত্যা ও অনেককে আহত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) গণ মাধ্যমে পাঠানো বিবৃতিতে পার্টির সভাপতি কমরেড এমএ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের মিছিলে পুলিশ গুলি চালিয়ে একজনকে হত্যা করেছে, আহত করেছে শতাধিক নেতা-কর্মীকে। আমরা এ হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘রাজনৈতিক দলগুলোর সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে মিটিং-মিছিল ও জনসভায় বাঁধা দিয়ে এ ফ্যাসিবাদী-কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।’

নেতৃবৃন্দ সব অত্যাচার দমন, পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।