মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

বিশ্ব স্কাউট জাম্বুরি থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

রবিবার, আগস্ট ৬, ২০২৩

প্রিন্ট করুন

বুয়ান, উত্তর জিওলা, দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব স্কাউট জাম্বুরি থেকে যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রও তাদের স্কাউটদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এতে করে সফলভাবে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি শেষ করার আশা এক ধরনের ছেড়েই দিয়েছে দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরার।

শুক্রবার (৪ আগস্ট) নিজেদের প্রায় চার হাজার স্কাউটদের বিভিন্ন হোটেলে সরিয়ে নেয় যুক্তরাজ্য। এরপর শনিবার (৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ায় অবস্থিত নিজেদের সেনাঘাঁটিতে স্কাউটদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। তবে, যুক্তরাষ্ট্রের স্কাউটদের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ায় বুধবার (২ আগস্ট) থেকে ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি শুরু হয়। শুরুর দিনই এতে অংশগ্রহণকারী প্রায় ৪০০ কিশোর-কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরের দিন বৃহস্পতিবার (৩ আগস্ট) অসুস্থ হয়ে পড়ে আরো প্রায় ২০০ জন। অতিরিক্ত দাবদাহের কারণেই এমনটা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশে দাবদাহের সতর্ক সংকেত আগে থেকেই জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সেখানকার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

দাবদাহে শত শত অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় বিব্রত অবস্থার মুখে পড়েছে দক্ষিণ কোরিয়া সরকার। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ওই অঞ্চলে কয়েক শত সামরিক ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে। অসুস্থ হয়ে পড়া অধিকাংশ অংশগ্রহণকারীর মধ্যে মাথাব্যথা, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা গেছে। তাদের ক্যাম্পেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ক্যাম্পসাইটে যত লাগে তত এয়ারকন্ডিশনার সরবরাহ দেয়ার জন্য শুক্রবার (৪ আগস্ট) নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগেই জাম্বুরি শেষ করা নিয়ে আলোচনা হচ্ছে।

চলতি বছর দক্ষিণ কোরিয়ার উত্তর জিওলা প্রদেশের বুয়ান শহরে বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হচ্ছে। এতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৪৩ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে।