শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

বুধবার ‘একাত্তরের তেলেসমাতি’ নাটকের হাজারতম মঞ্চায়ন

মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৫১ বছর পূর্তি উপলক্ষে ও আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম বুধবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারী হলে সন্ধ্যা সায়টায় দলের মুক্তিযুদ্ধের সাড়া জাগানো পথ নাটক ‘একাত্তরের তেলেসমাতি’ নাটকটির হাজারতম মঞ্চায়নে কলা কুশলী, নির্দেশক ও নাট্যকারকে সম্মাননা দিতে যাচ্ছে।

এ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে। নাটকটির রচনা করেছেন শোভন্ময় ভট্টাচার্য, নির্দেশনায় তাপস শেখর।

বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইফুল ইসলাম, নুর আবসার, টিটু কুমার দাশ, নাজিম উদ্দীন মামুন, তনয় রাজ মজুমদার, নিমাই মোহন্ত, সুপন নাথ ও সোহেল রহমান।

স্বাধীনতার কবিতা ও শপথ বাক্য পাঠ করবেন তাপস শেখর ও মীর রেজুয়ান হোসেন। সঞ্চালনায় ঈশরাত নূর ও জুয়েনা আফসানা এবং সার্বিক ব্যবস্থাপনায় জাহিদ কবির খান, জয়দ্বিপ দাশ, আশিফ নেওয়াজ, অনিন্দিতা শেখর চৈতী, নাহিদ নেওয়াজ, মিজান পাখাল ও মুসতাকিন বিল্ল্যা।

প্রেস বার্তা