সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

শিরোনাম

ব্যবসায় শুরুর আগেই পরিকল্পনা সব উদ্যোক্তার জন্য জরুরী

বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: ‘ব্যবসায় শুরুর আগেই সঠিক পরিকল্পনা করা সব উদ্যোক্তার জন্য অত্যন্ত জরুরী।’

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (সিডব্লিউসিসিআই) উদ্যোগে ‘বিজনেস প্ল্যানিং ফর স্টার্টআপ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা এ কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সিডব্লিউসিসিআইয়ের সেমিনার হলে পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স বুধবার (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে।

প্রধান অতিথির বক্তৃতায় আবিদা মোস্তফা আরো বলেন, ‘বিজনেস প্ল্যানিং ফর স্টার্টআপ’ কোর্সটি শুধুমাত্র নতুন উদ্যোক্তা নয়, সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ, সঠিক পরিকল্পনা না থাকলে কোন ব্যবসায়ই সফল হয় না।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। শুভেচ্ছা বক্তব্য দেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক সানজিদা কাইয়ুম।

চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন চেম্বারের পরিচালক আকলিমা আক্তার আখি।

কোর্সটিতে ৩০ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হবে।