রবিবার, ১১ মে ২০২৫

শিরোনাম

ব্রঙ্কসে বাফার বৈশাখী উৎসব উদযাপন

রবিবার, মে ১১, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: প্রবাসে বাঙালি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে তাদের সঙ্গে আমাদের সংস্কৃতির বন্ধন গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে শনিবার (১০ মে) উদযাপিত হয়েছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস তথা বাফার আয়োজনে বৈশাখী উৎসবের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সহস্রাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানের শোভাযাত্রার সূচনা করেন নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফানন্ডেজ ও নিউইয়র্ক সিটি কাউন্সিলর আমান্ডা ফারিয়াস।

শোভাযাত্রায় স্বাগত বক্তব্যে নাথালিয়া ফানন্ডেজ বলেন, ‘ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বাফার আজকের চমৎকার বৈশাখী আয়োজনে উপস্থিত থাকতে পেরে
আমি অত্যন্ত অভিভূত। সম্প্রতি আমরা গভর্নর কোথি হোচুলের নির্দেশনায় আলবেনি নিউইয়র্ক স্টেট সিনেটে প্রথম বারের মতো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসবের আয়োজন করেছিলাম; যা বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়।’

দিনব্যাপী বৈশাখী উৎসবের মূল আকর্ষণ বৈশাখী শোভাযাত্রাটি বাংলার ডোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে সব শ্রেণীর মানুষের নাচ গানে মুখরিত হয়ে পার্কচেস্টার এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে স্ট্রালিন বাংলাবাজার এসে শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থেকে সিটি কাউন্সিলর
আমান্ডা ফারিয়াস বাফার পক্ষ থেকে চারজন মহিয়সি নারীকে পুরস্কার দেন। তারা হলেন তাহমিনা শাহিদ ,ক্লারা রোজারিও, দুররে মাগদুম নবনি ও নাসরিন শাহানা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর আহমদ, নুরুল ইসলাম মিলন, সাঈদুর রহমান লিংকন, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি আব্দুর রব, মোশাররফ হোসেন, বিজয় সাহা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সহস্রাধিক মানুষের অংশগ্রহণে আয়োজনটি ভিন্ন মাত্রার রুপ পেয়েছিল। অনুষ্ঠান স্থলে বিভিন্ন স্টল বসে ছিল যা উপস্থিত অতিথিসহ সকলে উপভোগ করেন।

বৈশাখী উৎসবের আয়োজক বাফার কর্ণধার ফরিদা ইয়াছমিন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।