শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কসে মজুমদার ফাউন্ডেশন-বিএসিসি-রোটারি ক্লাব অব প্রমিজের শীতবস্ত্র ও খাবার বিতরণ

শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে মজুমদার ফাউন্ডেশন, বিএসিসি এবং রোটারি ক্লাব অব প্রমিজের উদ্যোগে শীত বস্ত্র, খাবার ও টার্কি বিতরণ করা হয়েছে। গেল ১৯ নভেম্বর বিকালে ব্রঙ্কসের পার্কচেষ্টারের ১২২২ হোয়াইট প্লেইনস রোড এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বিএসিসির সভাপতি মোহাম্মদ এন মজুমদার কর্মসূচির উদ্বোধন করেন। খলিল ফুডের চেয়ারম্যান শেফ খলিলুর রহমান, বিএসিসির সাধারণ সম্পাদক নজরুল হক, ডাইরেক্টর অব অপারেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, মজুমদার ফাউন্ডেশনের ডাইরেক্টর রেক্সোনা মজুমদার, ব্রঙ্কসের এসিসটেন্ট ডিষ্ট্রিক্ট এটর্নী রাশেদ মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, নজরুল ভূইয়া, ফাহমিদা চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

মোহাম্মদ এন মজুমদার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন কমিউনিটির মাঝে বিতরণ করেছে শীতবস্ত্র, খাবার ও টার্কি।