শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ব্রঙ্কোস্কোপি: ফুসফুসের ভেতরে এক নজরে

শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসনাইন নওশাদ: ব্রঙ্কোস্কোপি হল একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন ডাক্তার একটি বিশেষ যন্ত্রের সাহায্যে আপনার ফুসফুসের ভেতরের অংশ পরীক্ষা করেন। এ যন্ত্রটি একটি পাতলা, নমনীয় টিউব; যার এক প্রান্তে একটি ক্যামেরা ও আলো থাকে। এ টিউবটি আপনার নাক বা মুখ দিয়ে আপনার শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে ঢুকানো হয়। এর মাধ্যমে ফুসফুসের ভেতর সরাসরি দেখার মাধ্যমে রোগ নির্ণয় ও ক্ষেত্রবিশেষে নিরাময়ের লক্ষ্যে বিভিন্ন প্রসিডিওর করা হয়ে থাকে।

কেন ব্রঙ্কোস্কোপি করা হয়: ব্রঙ্কোস্কোপি বিভিন্ন কারণে করা হয়। যেমন-

ফুসফুসের ক্যান্সার: ফুসফুসের ক্যান্সারের শনাক্তকরণ ও পরীক্ষা করার জন্য। এ পদ্ধতি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয়। বহু ক্ষেত্রে ফুসফুসের কোন কলাপ্স বা কুচকে যাওয়া রোগীর ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় ও শ্বাসনালীর বাধা অপসারণের জন্য ব্রংকোস্কপি অত্যাবশকীয় পরীক্ষা।

শ্বাসনালীর সংক্রমণ: নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যক্ষ্ণা বা অন্যান্য সংক্রমণের কারণ খুঁজে বের করার জন্য।

কাশি: দীর্ঘ স্থায়ী কাশির কারণ খুঁজে বের করার জন্য।

শ্বাসকষ্ট: শ্বাসকষ্টের কারণ খুঁজে বের করার জন্য।

ফুসফুসে রক্ত জমাট বাঁধা: ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণ খুঁজে বের করার জন্য।

বাইরের কোন বস্তু: ফুসফুসে কোন বাইরের কোন বস্তু যেমন- পয়সা, খাবার, আলগা দাঁত,কোন খাদ্যদ্রব্য ইত্যাদি আটকে গেলে তা অপসারণ করার জন্য। বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে এভারকেয়ার হাসপাতাল নিরাপদভাবেই অপসারণের কাজ করে আসছে।

ব্রঙ্কোস্কোপির প্রক্রিয়া: ব্রঙ্কোস্কোপি সাধারণত একটি অ্যাম্বুলেটরি পদ্ধতি, যার মানে আপনাকে হাসপাতালে রাতে থাকতে হবে না। পদ্ধতির আগে আপনাকে কিছু নির্দেশাবলী দেওয়া হবে। যেমন- পদ্ধতির আগের রাতে মধ্যরাতের পরে কিছু খাওয়া বা পান করা এড়িয়ে চলুন। আপনি যে ওষুধগুলো নিয়মিত খান, সেগুলি সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন। পদ্ধতির সময় আপনাকে শিথিল করার জন্য একটি ওষুধ দেওয়া হতে পারে। পদ্ধতির সময়, ডাক্তার ব্রঙ্কোস্কোপটি আপনার নাক বা মুখ দিয়ে আপনার শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে ঢুকাবেন। এ সময় আপনি কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন, যেমন গলায় চুলকানি বা কাশি।

ব্রঙ্কোস্কোপির পরে: ব্রংকোস্কপির পরে আপনি কিছুটা গলা ব্যথা বা কাশি অনুভব করতে পারেন। আপনার ডাক্তার আপনাকে কিছু নির্দেশাবলী দিতে পারেন। যেমন- কিছু সময় ধরে তরল খাদ্য খাওয়া; কয়েক দিন ধরে ধূমপান না করা।

ব্রঙ্কোস্কোপির ঝুঁকি: ব্রঙ্কোস্কোপি সাধারণত একটি নিরাপদ পদ্ধতি। তবে, এর কিছু ঝুঁকি রয়েছে। যেমন- রক্তপাত; সংক্রমণ; শ্বাসকষ্ট; অ্যানেস্থেসিয়ার প্রতিক্রিয়া। তবে, এগুলো খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্রংকোস্কপির কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়।

উপসংহার: ব্রঙ্কোস্কোপি ফুসফুসের বিভিন্ন সমস্যা নির্ণয় ও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। যদি আপনার ফুসফুসের কোন সমস্যা থাকে, তাহলে আপনার ডাক্তার ব্রঙ্কোস্কোপি করার পরামর্শ দিতে পারেন। পদ্ধতির আগে আপনার ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনা করে নিজেকে প্রস্তুত করুন।

লেখক: চিকিৎসক, এমবিবিএস, এমডি (বক্ষব্যাধি), অ্যাটেন্ডিং কনসালটেন্ট- রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম