রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

ভারতের কাছ থেকে দিরহামে তেলের দাম চাইছে রাশিয়া

মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক:

ভারতের কিছু ক্রেতার কাছ থেকে তেলের দাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর দিরহামের মাধ্যমে পরিশোধ করতে বলেছে রাশিয়া। সূত্র ও নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার কারণে মার্কিন ডলার থেকে অনেকটাই সরে এসেছে রাশিয়া। আরব আমিরাত এ ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখেছে। ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি আরব দেশটি।

রয়টার্সের হাতে একটি ইনভয়েস এসেছে যেখানে তেলের মূল্য হিসেব করা হয়েছে মার্কিন ডলারে তবে দিরহামে পরিশোধের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া অন্তত দুটি ভারতীয় প্রতিষ্ঠান এরই মধ্যে রাশিয়ার তেলের মূল্য দিরহামে পরিশোধ করেছে বলে সূত্রের বরাত দিয়ে বলেছে রয়টার্স।

রাশিয়ার অপরোশোধিত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান রোসেনেফট ভারতে ‘এভারেস্ট এনার্জি’ ও ‘কোরাল এনার্জি’ নামের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে তেল বিক্রি করছে।

উল্লেখ্য, বর্তমানে রাশিয়ার অপরিশোধিত তেলের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ভারত। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে চীন।