বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভাসমান অভিবাসীদের জন্য নিউইয়র্কে চালু হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র

শনিবার, অক্টোবর ২৯, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে সম্প্রতি অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসন প্রত্যাশীর অধিকাংশই ভেনিজুয়েলা থেকে এসেছেন। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসন প্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরো কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জোর করে নিউইয়র্কে পাঠানো এসব ভাসমান অভিবাসীদের জন্য আপাতত থাকার বন্দোবস্ত করছে সিটি কর্তৃপক্ষ। বিশেষ করে টেক্সাসসহ অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র চালু করেছে নিউইয়র্ক সিটি। র‍্যান্ডালস আইল্যান্ডের এ আশ্রয় কেন্দ্রে সাময়িকভাবে ৫০০ জন পুরুষ থাকতে পারবেন।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে অভিবাসন প্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয় কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোনের সুবিধা রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম জানান, যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক সংকটের সময় মানবিক সহায়তা দেয়ার রোল মডেল।

বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ নেয়া বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকার কর্মীরা।