সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভেন্টিলেশনে আছেন সালমান রুশদি

শনিবার, আগস্ট ১৩, ২০২২

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ‘স্যাটানিক ভার্সেস’ গ্রন্থের জন্য বিশ্বব্যাপী কঠোরভাবে সমালোচিত বিতর্কিত লেখক সালমান রুশদি শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক অঙ্গরাজ্যে সাহিত্য বিষয়ক এক অনুষ্ঠানে উপর্যপুরি ছুরিকাঘাতের শিকার হওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছ্ আঘাতজনিত কারণে তিনি তার একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার ইসলাম বিদ্বেষী বিভিন্ন লেখার কারণে তিনি ইরানের মৃত্যু হুমকির মুখে পড়েন। খবর এএফপির।

এজেন্ট অ্যান্ড্রিউ ইউলি বলেন, ‘এ হামলার শিকার হওয়ায় ‘সালমান রুশদি একটি চোখ হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ হামলায় তার হাতের নার্ভ ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরো জানান, এখন পর্যন্ত রুশদি কথা বলতে পারছেন না।

নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশ এ হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় পেয়েছে। নিউজার্সির ফেয়ারফিল্ড থেকে আসা ২৪ বছর বয়সী এ ব্যক্তির নাম হাদি মাতার। তবে এ হামলার সম্ভাব্য উদ্দেশ এখন পর্যন্ত জানা যায় নি।

পুলিশ জানায়, রুশদির ঘাড় ও তলপেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় কয়েকজন মঞ্চে উঠে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে সেখান থেকে নিচে নামিয়ে আনে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।