ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) কাউকে চাপ দিচ্ছে না বলে কূটনীতিকদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে সোনারগাঁও হোটেলে নানা দেশের দূতাবাস ও মিশনপ্রধানদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ সময় নির্বাচনের পরিবেশ ও সার্বিক অগ্রগতি নিয়ে কমিশনের কথা শোনেন কূটনীতিকরা।
বিকাল চারটার দিকে বৈঠক শেষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষকদের জন্য সোনারগাঁও হোটেলে সুরমা হলে মিডিয়া সেন্টার উদ্বোধনের সময় সিইসি ও কূটনীতিকরা সাংবাদিকদের সাথে কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কূটনীতিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে, আমাদের বা সরকারের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের ওপর কোন চাপ সৃষ্টি করা হচ্ছে কি না। এই প্রশ্নের উত্তরে আমি বলেছি, আমাদের পক্ষ থেকে চাপ দেয়ার কোন কারণই নেই।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ‘নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির কথা শুনেছি।’
পরে সাংবাদিকরা কিছু প্রশ্ন করলেও কোন মন্তব্য করেননি তিনি।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আশা করি, সফল নির্বাচন হবে; যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য মাইলফলক হবে।’