শনিবার, ২৭ জুলাই ২০২৪

শিরোনাম

ভোট দেখতে গাজীপুরে নানা কেন্দ্রে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

গাজীপুর: গাজীপুর সিটিসহ বেশ কয়েকটি আসনে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সিটির কোনাবাড়ি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তারা।

এর পূর্বে, দুপুর ১২টার দিকে গাজীপুর-তিন আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-এক, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সিটি করপোরেশন এলাকায় পরিদর্শনে যান তারা।

পরিদর্শনের সময় তারা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে বিভিন্ন ব্যাপারে অনেক সময় কথা বলেন। তাদের সাথে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবসহ বেশ কয়েকজন। তবে এ প্রতিনিধি দলের সাথে কথা বলতে চাইলে তারা রাজি হননি।

মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-এক কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার বলেন, ‘নির্বাচন সম্পর্কে ওভার অল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক ব্যাপারে অবগত করা হয়েছে।’

কোনাবাড়ি ডিগ্রি কলেজের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘বিদেশি প্রতিনিধিরা এসে আমার কাছে নানা ব্যাপারে জানতে চেয়েছেন। কত শতাংশ ভোট পড়েছে, আরো ভোট পড়বে কি না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন আছে, সাংবাদিক এসেছিল কি না- এসব ব্যাপারে জানতে চেয়েছেন।’