শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

শিরোনাম

ভয়ঙ্কর ‘আত্মহত্যাকারী কামিকাজে’ ড্রোন ব্যবহার করছে রুশ সেনারা

বুধবার, জুন ২২, ২০২২

প্রিন্ট করুন

রুশ সেনারা ইউক্রেনের উত্তরপূর্ব দিকের শহর সামিতে ভয়ঙ্কর কামিকাজে ড্রোন ব্যবহার করছে। এমন তথ্য দিয়েছেন ইউক্রেনের সেনাবাহিনীর একজন কর্মকর্তা। 

অবশ্য ইউক্রেনের সেনারাও রুশদের বিরুদ্ধে কামিজাজে ড্রোন ব্যবহার করেছিল। 

কামিকাজে ড্রোনটি বেশ ভয়ঙ্কর। এটিকে আত্মহত্যাকারী ড্রোনও বলা হয়।

কারণ এ ড্রোনটি তার নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে সরাসরি আঘাত হানে। 

ড্রোনটি আকাশে উড়ার পর আগে তার লক্ষ্য ঠিক করে। লক্ষ্য ঠিক করার আগে ড্রোনটি আকাশে ভেসে থাকে। এটিতে রয়েছে অত্যাধুনিক জিপিএস এবং ক্যামেরা।

কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন সাধারণত আকাশ থেকে মিসাইল বা বিস্ফোরক নিক্ষেপ করে। 

কিন্তু কামিকাজে ড্রোনটি বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে সরাসরি সেই লক্ষ্যবস্তুর কাছে চলে যায় এবং সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। 

এ কারণে এ ড্রোনটিকে আত্মহত্যাকারী ড্রোন বলা হয়। 

ইউক্রেনের সামিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা করার ব্যপারে  সামরিক কর্মকর্তা দিমিত্রো জাভস্তেককি বলেছেন, ক্রাসনোপিলইয়াতে মর্টার দিয়ে চারবার গোলাবর্ষণ এবং কামিকাজে দিয়ে বোমা হামলা করা হয়। চারজন মানুষ আহত হয়েছে।

দিমিত্রো জাভস্তেককি আরও বলেছেন, সাধারণভাবে পরিস্থিতি উদ্বেগজনক। গতকাল সীমান্তে সঙ্গে থাকা বসতবাড়ি এবং অঞ্চলগুলোতে এমআলআরএস দিয়ে হামলা করা হয়। 

সূত্র: সিএনএন