বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

মঈন চৌধুরীকে ‘প্রবাস-বন্ধু’ খেতাব দিল নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি

বুধবার, মে ৩১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যক্তরাষ্ট্র: বাংলাদেশী বংশোদ্ভূত অ্যাটর্নি মঈন চৌধুরীকে ‘প্রবাস-বন্ধু’ খেতাব দিয়েছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। অভিবাসীদের সামগ্রিক কল্যাণে আইনগত লড়াইয়ের পাশাপাশি কমিউনিটির অগ্রগতিতে নিরন্তরভাবে কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ খেতাব দেয়া হল। বর্তমানে মঈন চৌধুরী ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডারের দায়িত্ব পালন করছেন।

শনিবার (২০ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডারস হেরিটেজ মাস’ উপলক্ষে বহুজাতিক সমাবেশে ‘প্রবাস-বন্ধু’ খেতাব সম্বলিত বিশেষ ঘোষণা পত্রটি মঈন চৌধুরীকে হস্তান্তর করেন স্টেট অ্যাসেম্বললিম্যান স্টিভেন রাগা।

সমাবেশের বক্তারা বলেন, ‘ভাগ্য গড়ার দেশে এসে অনৈক্য বাড়ালে চলবে না। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এশিয়ান হিসেবে। তাহলে, অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।’

সম্মাননা পেয়ে মঈন চৌধুরী বলেন,‘ এশিয়ান হিসেবে আমরা যত বেশী সংঘবদ্ধ থাকতে পারব, ততই সুফল আসবে প্রতিটি কমিউনিটিতে। কারণ, ৪৮টি দেশও তিনটি অঞ্চল নিয়ে গঠিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডারস। তাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে সবকিছুতে আমরা জয়ী হতে পারব। বহুজাতিক এ সমাজেও আমাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

স্টিভেন রাগা বলেন, ‘অভিবাসীদের রক্তে মাংসে গড়ে উঠা যুক্তরাষ্ট্র সব সময়ই তাদের প্রতি কৃতজ্ঞ।’

বলে রাখা ভাল, এর কয়েক বছর আগে মঈন চৌধুরীকে উদিয়মান কমিউনিটির পাশে সরব থাকার জন্যে ‘কংগ্রেসনাল প্রক্লেমেশন’ দেয়া হয়।